শিক্ষিক মহাশয়

শিক্ষিক মহাশয় – আত্মবত সর্বভূতেষু মানে বল শ্যাম। শ্যাম নীরব।
শিক্ষিক – আত্মাবত সর্বভূতেষু মানে বল বিমল।
বিমল – সবাইকে নিজের মতো ভাববে।
শিক্ষক – কোনোদিন তুই পড়া শিখবি না শ্যাম? নিজের হাত দিয়ে নিজের কান মল দশবার।
শ্যাম বিমলের কান সজোরে মলতে লাগলো।
(বিমলের চিৎকার।)
শিক্ষক – ওকি ওকি তোমাকে না নিজের কান মলতে বললুম।
শ্যাম – শাস্ত্রই তো বলেছে সবাইকে নিজের মতো ভাববে, বিমল আর আমি তো একই।
Share on Google Plus

About Arpita De

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন