পরীক্ষা

পরীক্ষা চলছে। গার্ড একটা ছাত্রকে কান ধরে হিড়হিড় করে নিয়ে গেলো হেডমাস্টার মহাশয়ের কাছে। কান্ড দেখে হেডমাস্টার জিজ্ঞেস করলেন, কি ব্যাপার । ওকে এভাবে কান ধরে নিয়ে এসেছেন কেন? আর ওর সার্টের সব বোতামই বা খোলা কেন?

গার্ড উত্তর দিলেন, সেই জন্যেই তো স্যার আপনার নিকট ধরে এনেছি। ও নকল করছিলো।
হেডমাস্টার বললেন, নকল করছিলো। তা কি দেখে নকল করছিলো সেটাই তো আনেননি।

গার্ড তখন বললো, সেই নকল নয় স্যার। প্রশ্ন এসেছে – মানুষের পাঁজরের হাড় কয়টি। আর ও বোতাম খুলে নিজের ওগুলো গুণছিলো।
Share on Google Plus

About Arpita De

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন