তাই এই নতুন কায়দা করেছি৷

একজন দয়ালু মহিলা রাস্তা দিয়ে যাবার সময় রাস্তার পাশে একটি খোঁড়া লোককে বসে থাকতে দেখে৷ লোকটার বুকে একটা কাগজে লেখা ছিল, আমি খোঁড়া৷ কোন কাজ করতে পারি না৷ দয়া করে সাহায্য করুন৷
মহিলাটি খোঁড়া লোকাটার কাছে যায়৷ বলে, সতি্যই তোমার খুব কষ্ট৷ তবে তোমার চেয়ে অন্ধদের বেশী কষ্ট৷
খোঁড়া লোকটা মুচকি হেসে বলে, আমি যখন অন্ধ হয়ে সাহায্য চাইলাম, তখন অনেকে অনেক অচল পয়সা দিত৷ তাই এই নতুন কায়দা করেছি৷
Share on Google Plus

About Arpita De

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন