আমি বুঝে ফেলেছি যুদ্ধ কি করে আরম্ভ হয়৷

বাবা, যুদ্ধ আরম্ভ হয় কি করে? ছোট্ট ছেলে জিজ্ঞেসে করল৷ বাবা জবাব দিলেনঃ যুদ্ধ? বলছি শোন৷ একটা উদাহরণ দেওয়া যাক৷ ধরো পাকিস্তান ও আমেরিকার মধ্যে একটা গোলমান বেঁধেছে - এইস্থানে ছেলেটির মা বাধা সৃষ্টি করে বলল ঃ কক্ষনো নয় পাকিস্তান ও আ্যমরিকার মধ্যে কোন গোলমাল চলছে না
আহা, চলছেতো না-ই৷
তবে বলছ কেন? বলছ কেন তবে?
অামি তো উদাহরণ মাত্র দিচ্ছি খোকাকে৷
মিথ্যে উদাহরণ দেবে কেন? ছেলেটার মাথা খাবে তুমি৷
বাজে কথা বলো না বলে দিচ্ছি৷
বলব, বলব  একশোবার বলব, কি করবিরে তুই পাষন্ড?
চুল ছিঁড়ে ফেলবো তোর, পাষণ্—ডী কোথাকার৷
তবে রে—
তবে লো
পর মুহুর্তে স্বামী বিদ্যুতবেগে একটি লাঠি ও স্ত্রী ততোধিক ক্ষিপ্রগতিতে একটা ঝাঁটা সংগ্রহ করে ফেলল৷ উভয় পরস্পরকে ভীম বেগে আক্রমণ করতে উদ্যাত হলে ছেলেটি জবাব দিল ঃ থাম তোমরা৷ আমি বুঝে ফেলেছি যুদ্ধ কি করে আরম্ভ হয়৷
Share on Google Plus

About Arpita De

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন