মমতা ও বুদ্ধদেবের

দেশের দুই প্রতিপক্ষ রাজনৈতিক বিখ্যাত নেতা মমতা ও বুদ্ধদেবের গরীব প্রীতি নিয়ে দিনরাত লড়াই চলত৷ শেষ পর্যন্ত তাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়৷ এই ঝগড়ার কয়েক সপ্তাহ পরে এক সরু রাস্তায় দুজনের মুখোমুখি দেখা হয়ে গেল৷ রাস্তাটা এত সরু ছিল যে একজনকে পাশের কাদায় মধ্যে নেমে দাঁড়িয়ে অন্যজনকে যাবার পথ করে দিতেই হবে৷ দুজনই মুখোমুখি খানিকক্ষণ থমকে দাঁড়িয়ে রইলেন৷ শেষপর্যন্ত বুদ্ধদেব অন্যের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বেশ ঝাঁঝালো ভাবেই বলে উঠলেন – আমি কোন পাজী বদমাইসকে কখনো রাস্তা ছেড়ে দিই না৷


আমি কিন্তু সবসময়ই তাদেরকে রাস্তা ছেড়ে দিই _ উত্তর দিলেন মমতা৷তারপর রাস্তা থেকে নেমে সরে দাঁড়িয়ে অপরজনকে যেতে দিলেন৷
Share on Google Plus

About Arpita De

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন