ট্রেনের প্রথম

-     ট্রেনের প্রথম শ্রেণির এক কামরায় দুই মহিলার মধ্যে বেশ বচসা বেধে গেল। তাদের ঝগড়া শুনে শেষকালে গার্ডকে আসতে হল। প্রথমজনের বক্তব্য হল – পাশের এই জানালাটা যদি খোলা না থাকে তবে তিনি দম আটকেই মারা যাবেন। অতএব জানালা খুলে দেওয়া হোক। অপরজন বলছেন – যদি সারারাত এই জানালাটা খোলা থাকে তবে ঠান্ডা লেগে ভোরের আগেই তিনি ফিনিশ হয়ে যাবেন। অতএব আর এক মুহূর্তও জানালাটা খুলে রাখা যায় না।
-     গার্ড সাহেব কোনো উপায় করতে না পেরে নিরুপায়ভাবে পাশের এক বৃদ্ধ ভদ্রলোককে জিজ্ঞেস করলেন – কি করে অবস্থা শান্ত করা যায় বলুন তো?
ভদ্রলোক বিরক্তভাবে জবাব দিলেন – প্রথম খানিক্ষণ জানালাটা খুলে রাখুন – তাতে একজন মরবে। তাহলে তাড়াতাড়ি অবস্থাটা শান্ত হতে পারে।
Share on Google Plus

About Arpita De

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন