স্ত্রীঃ

স্ত্রীঃএই ওঠো। ঘরে চোর ঢুকেছে মনে হয়। পরিস্কার আওয়াজ পেলাম। এই ওঠোনা । শুনছো? এই, এই –
(স্বামী নিরুত্তর। কিছুক্ষণ চুপচাপ। ঘরে আর কোন শব্দ নেই)।
স্ত্রীঃনাহ্‌ চোর নয়, মনে হচ্ছে ইঁদুরই হবে নিশ্চয়। উহ্‌ কি ভয়টাই না পাইয়ে দিয়েছিল। এই শোনো – আমি না ইঁদুরই চোর ভেবে –

স্বামীঃ কি । (লাফ দিয়ে উঠে) – কি বললে? চোর। ভয় পেয়েছ? কোথায় ব্যাটা কোন দিকে –
Share on Google Plus

About Arpita De

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন