চাকর

-      চাকর – কি চাই? কাকে দরকার?
-      আগন্তুক – এ বাড়ীর মালিক কি আছেন ? তার দেখা পাব কি?
-      চাকর – কেন? কি প্রয়োজনটা শুনি?
-      আগন্তুক – না, মানে মানে সামান্য কিছু টাকা।
-      চাকর – নেই, নেই। সাহেব বাড়ীতে নেই। গতরাত্রে তিনি করাচী গেছেন।
-      আগন্তুক – মানে ধার নিয়েছিলাম, সেটা শুধতে এসেছি।

-      চাকার – হ্যাঁ, হ্যাঁ, কাল তিনি গিয়েছিলেন বটে, তাবে আজই সকালে আবার ফিরে এসেছেন। তার দাঁড়ান আপনি, খবর দিই গিয়ে।
Share on Google Plus

About Arpita De

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন